পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়টি সিলেট জেলাধীন বিয়ানীবাজার উপজেলার কেন্দ্রস্থলে ছায়াঘেরা, পাখিডাকা সুরম্য টিলার উপরে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে অন্যতম শতাব্দী প্রাচীন বিদ্যাপীঠ। পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় শত বছরের ঐতিহ্য ও পূর্ব সিলেটে শিক্ষা প্রসারে অতুলনীয় এই প্রতিষ্ঠান বিয়ানীবাজার তথা সিলেটের গৌরব। বিয়ানীবাজার তথা দাসগ্রামের জমিদার শ্রী গৌর চন্দ্র দাস মুন্সির সুযোগ্য পুত্র শ্রী পবিত্রনাথ দাস এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেন। তাঁর স্বপ্নের আংশিক বাস্তবায়ন ঘটে ১৯১০ সালে নিজস্ব ভূমিতে পঞ্চখণ্ড মিডল ইংলিশ স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ১৯১৭ সালে বিদ্যালয়টি হরগোবিন্দ হাই স্কুল নামে সরকারি স্বীকৃতি লাভ করে। পবিত্র নাথ দাস অপুত্রক পিতৃব্য হরগোবিন্দের নামে বিদ্যালয়টি নামকরণ করেন। পরবর্তীতে পরগনার নাম পঞ্চখণ্ড যুক্ত করে বিদ্যালয়ের নামকরণ করা হয় পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯১৭ খ্রিস্টাব্দে বৃহত্তর সিলেটের মফঃস্বল অঞ্চলের দ্বিতীয় প্রাচীন উচ্চ বিদ্যালয়ের মর্যাদা লাভ করে এবং ১৯৪১ খ্রিস্টাব্দে কলকতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে। এ জনপদে প্রতিষ্ঠিত পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য অত্যন্ত বর্ণাঢ্য ও উল্লেখযোগ্য। বিদ্যালয়টি বিয়ানীবাজারবাসী আপামর জনসাধারণের বিনম্র অহংকার। শহীদ বুদ্ধিজীবী ড. জি.সি (গোবিন্দ চন্দ্র) দেব সহ হাজার হাজার শিক্ষার্থী কৃতিত্বের সাথে এসএসসি পাশ করে সুনামের সাথে দেশে বিদেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং রয়েছেন। বর্তমানে অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত। বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ (এম.পি) মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় বিদ্যালয়টি ২৫/০৪/২০১৮ খ্রিস্টাব্দ তারিখ থেকে সরকারিকরণ করা হয়। মডেল প্রকল্প চুক্তি অনুযায়ী ২০১৬ খ্রিস্টাব্দ হতে বিদ্যালয়ে সহশিক্ষা চালু করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় এক হাজার। শিক্ষক ও কর্মচারী সংখ্যা ২৮ জন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগ্রাম অত্র বিদ্যালয়ে চালু রয়েছে। মোট কথা শিক্ষা বিস্তারের কাজে বিদ্যালয়টি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 |
পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়
বিয়ানি বাজার, সিলেট-৩১৭০।
মোবাঃ ০১৮২০২৪০৬৪৩, ০১৭১৫৩৯৭১৬৩
ই-মেইল: phghsbeanibazar@gmail.com
ওয়েব: www.phghs.gov.bd