আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু/আদাব। সম্মানিত অভিভাবক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি! ইদানিং খুবই লক্ষ্য করা যাচ্ছে যে, বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অ্যাপ যেমন- লাইকি, ইনস্টাগ্রম, স্ন্যাপচাট, টিকটক ইত্যাদিতে নামে-বেনামে আইডি খুলে নানা ধরনের অশালীন ভিডিও’র মাধ্যমে কোন কোন শিক্ষার্থী তার সহপাঠীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যসহ বিভিন্ন রকমের আজে-বাজে ভিডিও আপলোড করছে যা শিক্ষার্থী সুলভ আচরণ নয় এবং বিদ্যালয়ের নিয়মবহির্ভূত কর্মকাণ্ড।
বিদ্যালয়ের সকল শিক্ষকদের অভিমত অনুযায়ী এ কারণেই অধিকাংশ শিক্ষার্থী শ্রেণীতে পাঠে মনোযোগী হয় না এবং বাড়ির কাজ শিক্ষকদেরকে রীতিমতো প্রদান করে না। তাই আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে অনুগ্রহপূর্বক তাদেরকে মোবাইলের অপব্যবহার ও এ হীন কর্মকান্ড থেকে বিরত রাখার জন্য সবিনয় অনুরোধ করছি।
উল্লেখ্য যে, বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সিদ্ধান্ত ইতোঃপূর্বে শিক্ষার্থীদেরকে সতর্কতা মূলক নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। তথ্যানুসন্ধান এর মাধ্যমে কোন শিক্ষার্থীকে এ ধরনের অশালীন কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিদ্যালয়ের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা কমিটি নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
অনুরোধক্রমে—
মোঃ আব্দুল হেকিম
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়
বিয়ানীবাজার, সিলেট।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 |
পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়
বিয়ানি বাজার, সিলেট-৩১৭০।
মোবাঃ ০১৮২০২৪০৬৪৩, ০১৭১৫৩৯৭১৬৩
ই-মেইল: phghsbeanibazar@gmail.com
ওয়েব: www.phghs.gov.bd